কোম্পানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৯, ২০২২
০২:৩১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২২
০২:৩১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে মাঈন উদ্দিন খন্দকার (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। 

পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ঢালারপাড় চকবাজারে একটি সেলুনে চুল কাটতে যান মাঈন উদ্দিন। এ সময় একই গ্রামের সিরাজুল হক ও তাঁর সহযোগী ৯-১০ জন মাঈন উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনা টের পেয়ে আশপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মাঈন উদ্দিন ওই গ্রামের ফয়জুল হক খন্দকারের ছেলে। তিনি সম্প্রতি সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতি বিভাগে পাস করেছেন। 

এ বিষয়ে জানতে মামলার প্রধান  আসামি সিরাজুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, ঘটনার তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।

এনএইচ/আরসি-১২