জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ০৯, ২০২২
০৫:৫৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২২
০৬:৩৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়ার বাড়ার ডোয়ার নামক বিলে শুরু হয় পলো বাওয়া উৎসব পালিত হয়।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে ১১টা থেকে পলো বাওয়া উৎসব শুরু হয় ৷ শিশু থেকে বুড়ো সহ সকল বয়সীরা পলো হাতে ঝাঁপিয়ে পড়েন বিলে মাছ ধরতে। আর উৎসব মুখর পরিবেশে পলো বাওয়া চলে বিলে।
এ উৎসবে যোগ দিতে শিশু, যুবক, বৃদ্ধ সহ প্রায় হাজার খানেক মানুষ পলো আর গুছি হাতে ঝাঁপিয়ে পড়েন বিলে মাছ ধরতে আসে। এছাড়াও পলোর পাষাপাশি জাল, উড়াল জাল, লাঠি জাল, ঠেলা জাল ছিল।
এলাকাবাসী হারুন, মুদছিন, হরমুজ আলী সহ অনেকের সাথে কথা বললে তারা জানান, পলো দিয়ে ধরা পড়া মাছের মধ্যে শোল, গজার, বোয়াল, রুই, কাতলা, মৃর্গা, কার্পো মাছ ধরতে সক্ষম হয়েছেন।
অপরদিকে, পলো বাওয়া দেখতে আশ পাশের গ্রামের সহ দূর-দূরান্তের লোকজন সকাল হতে দল বেঁধে জমায়েত হতে থাকে বিলের পাড়ে।
প্রবীণরা জানান, প্রায় শত বছর ধরে বাডার ডোয়ারের বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন হয়ে আসছে। প্রতি বছর শীতের মৌসুমে অথবা ফল্গুনের শুরুতেই বিলের পাড়ের বাসিন্ধারা একত্রিত হয়ে পলো দিয়ে মাছ ধরে থাকেন ৷
আরসি-০৪