নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৯, ২০২২
০৬:১৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২২
০৮:৪৮ অপরাহ্ন
সিলেটে জ্বালানি তেলের সংকট সমাধান, পাম্পে গ্যাসের সরবরাহ বাড়ানোসহ ছয় দফা দাবিতে ট্যাংক লরি নিয়ে মিছিল করেছে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ বুধবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে হুমায়ুন রশিদ চত্বর থেকে এ মিছিল শুরু হয়।
এ সময় অসংখ্য ট্যাংক লরি গাড়ি এক লাইনে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ট্যাংক লরিতে লাগানো মাইকে নেতৃবৃন্দ তাদের ৬ দফা দাবি তুলে ধরেন। পরে সিলেটে রেজিস্ট্রারি মাঠের সামনে গিয়ে মিছিল শেষ হয়৷
জানা গেছে, জ্বালানি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি; বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়।
তাদের ৬ দফা দাবিগুলো হলো, ওভারলোডের অজুহাতে সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বাড়ানো; সিলেট বিভাগে পেট্রোল, ডিজেল, অকটেন সরবরাহ নিশ্চিত করা; সিলেটের প্রতিটি গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করা; অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি গ্যাস ফিল্ডস আগের মতো চালু করা এবং জ্বালানি ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে সরকারের হয়রানি বন্ধ করা।
এদিকে নগরে ট্যাংক লরির মিছিলের কারণে নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। নগরের আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, কোর্ট পয়েন্ট, সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ যানজট লেগেছিল।
এনএইচ/আরসি/এএফ-০১