সিলেট মিরর ডেস্ক
মার্চ ১০, ২০২২
০২:০৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
০২:০৯ পূর্বাহ্ন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা। আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেট নগরের সিটি পয়েন্টে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
সিপিবি সিলেট জেলা সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহ পালন করবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সিলেট সিটি পয়েন্টে (সিটি করপোরেশনের সামনে) এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে পার্টির সকল স্তরের নেতা-কর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আরসি-১১