মৌলভীবাজারে সোয়াবিন তেল চুরি

মৌলভীবাজার প্রতিনিধি


মার্চ ১০, ২০২২
০৯:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২২
০৯:৫৫ পূর্বাহ্ন



মৌলভীবাজারে সোয়াবিন তেল চুরি

দোকানের তালা ভেঙে মৌলভীবাজার শহরের একটি সোয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে শহরের বনবিথি এলাকায় এই চুরির ঘটনা ঘটে। মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার নাহিদ হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে আশপাশের মানুষ লক্ষ করেন যে বনবিথি এলাকার সুমাইয়া ভেরাইটিজ স্টোরের সামনে একটি ট্রাক দাড়িয়ে আছে। কিন্তু বিষয়টিকে মানুষ স্বাভাবিক ভাবে নিয়েছিলেন। সকালে যখন মালিক দোকানে আসেন তখন দেখতে পারেন তালা ভেঙে সয়াবিন তেল সহ অনেক মালামাল চুরি হয়ে গেছে।

দোকানের মালিক শাহেদ জানান, আমাদের দোকানের তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। দোকানের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভোরে ট্রাকে করে নিয়ে যায়। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, মৌলভীবাজারের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। বছরের ৩৬৫ দিনের মধ্যে কয়টি চুরি হয় সেটা দেখলেই বুঝা যায়। সবদিক দিয়ে পরিস্থিতি ভাল আছে। 

এ এ/বি এন-১৪