গোলাপগঞ্জে কালেক্টরেট সমিতির পূর্ণদিবস কর্মবিরতি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২২
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২২
০১:২১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে কালেক্টরেট সমিতির পূর্ণদিবস কর্মবিরতি

সিলেটের গোলাপগঞ্জে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ১৩-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্মবিরতি পালন করেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা অষ্টম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। কর্মচারীদের কর্মবিরতি চলাকালে চরম ভোগান্তিতে পড়ে উপজেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ। তারা কাজ করাতে না পেরে ফিরে যান।

উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গণে কর্মসূচীর অষ্টম দিনে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো. লোকমান হোসেন, রুহুল আমিন জাকারিয়া, মো. শিপন আলী, মো. আব্দুন নুর, সাটিফিকেট সহকারী গোলাম মস্তফা, কম্পিউটার অপারেটর জিনিয়া সুলতানা, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী হাসনাতুজ্জামান, আবদুস সালাম, ময়নুল হক।

এফএম/আরসি-১১