টিলাগড়ে ট্রাফিক আইন লঙ্ঘন, মামলা, অবরোধ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১১, ২০২২
০৩:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২২
০৬:৫২ পূর্বাহ্ন



টিলাগড়ে ট্রাফিক আইন লঙ্ঘন, মামলা, অবরোধ

মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা দেওয়ায় সিলেট নগরের টিলাগড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তামাবিল সড়কে কয়েক হাজার গাড়ি আটকা পড়লে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ২টায় টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে এমসি কলেজের এক শিক্ষার্থী হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে আরও দুই আরোহীকে বহন করছিলেন তিনি। এসময় পুলিশ ১৫ হাজার টাকার মামলা দিলে ওই মোটরসাইকেল চালক শিক্ষার্থী অনেক বুঝিয়েও দায়িত্বতর পুলিশকে নিবৃত্ত করতে ব্যর্থ হন। 

পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা টিলাগড় পয়েন্ট অবরোধ করে আন্দোলন শুরু করেন। তারা পয়েন্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তবে সরেজমিন গিয়ে দেখা গেছে আন্দোলনে এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের উপস্থিতিই বেশি। অনেকে এ সময় ছাত্রলীগের নামে শ্লোগান দিতেও শোনা গেছে। 

ভুক্তভোগি ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিলো। শুধু হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। অনুনয়-বিনয় করার পরও তারা আমার একটি কথাও না শুনে, আমাকে সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়েছে।’

অবরোধ চলাকালে একাধিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে তাদের হয়রানি করার বিষয় তুলে ধরে ক্ষোভ জানান। এমসি কলেজ শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন রাহি অভিযোগ করে বলেন, ‘গত ৬ মার্চ নাইওরপুল এলাকায় ট্রাফিকের হয়রানির শিকার হয় আমার কয়েকজন ছোট ভাই। পরে হেড অফিস গিয়েও সুরাহা না পেয়ে বরং খারাপ আচরণের শিকার হতে হয়েছে।’ আহমেদ শিহাব খান, আলতাফ হোসের মুরাদসহ একাধিক ছাত্রলীগ কর্মী তাদের ক্ষোভের কথা জানিয়ে টিলাগড় থেকে চেকপোস্ট সরানোর দাবি জানান।

পরে জেলা ছাত্রলীগ সভাপতি নজমুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হলে তার নামে শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তিনি এ আন্দোলনের প্রতি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংহতি জানিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমঝোতার আশ্বাস দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে এর সমাধান করেছি।’


এএফ/০৪