রাজনগর প্রতিনিধি
মার্চ ১১, ২০২২
০৮:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২২
০৮:২২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্জ মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আছকির খান স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রাজনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা ও উপজেলা কোয়াব শুক্রবার (১১ মার্চ ) দুপুর ১২ টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নাামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত।
টুর্নামেন্ট উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ফয়ছল আহমদ ও মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহেদুজ্জামান আনসারী মনাই, রাজনগর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি নিবারণ ঘোষ ভজন, রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শংকর দুলাল দেব, কোয়াবের উপজেলা সভাপতি শাহ পাবলু, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান খান জাকির, জেলা যুবলীগের সদস্য শামছুদ্দোহা রুকন, কোয়াব সাধারণ সম্পাদক জহির আহমেদ জোয়াহির, খেলোয়াড় কল্যাণ সংস্থার আহ্বায়ক মিনাজ মিয়া, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন, খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্য সচিব সাইদ খান যুগ্ম আহ্বায়ক শেখ রেহান উদ্দিন জুবেল প্রমুখ। এই টুর্নামেন্টে ৮টি ইউনিয়ন থেকে ১৬টি দল অংশগ্রহণ করেছে।
এস এফ/বি এন-০২