শ্রীমঙ্গলে ইংলিশ এক্সেস প্রোগ্রামের ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২২
০২:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২২
০২:৫৬ অপরাহ্ন



শ্রীমঙ্গলে ইংলিশ এক্সেস প্রোগ্রামের ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত

আমেরিকান পররাস্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে এবং আমেরিকান দূতাবাস ঢাকার সার্বিক তত্বাবধানে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম এর শিক্ষার্থীদের ১৬ ঘন্টা ব্যাপী ইনটেনসিভ ক্যাম্প শুরু হয়েছে।

আজ শুক্রবার (১১ মার্চ) সকালে শ্রীমঙ্গলস্থ ব্র‍্যাক লার্ণিং সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন আমেরিকান দূতাবাস ঢাকার পাবলিক এফেয়ার্স অফিসার শন ম্যাকেনতস।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের জন্য দলগত ভাবনা ও নেতৃত্বের বিকাশ বিষয়ক পর্ব পরিচালনা করেন আমেরিকান দূতাবাস ঢাকার অ্যাসিস্ট্যান্ট কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহমুদ এবং ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো অর্ডিনেটর শাওন কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সিইও বিপ্লব দেব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সেস প্রোগ্রাম এর কো অর্ডিনেটর প্রণবকান্তি দেব। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অতিথিরা কর্মসূচির উদ্বোধন করেন।

ক্যাম্পে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, গ্লোবাল সিটিজেনশিপ, জলবায়ু পরিবর্তন, তারুণ্যের নেতৃত্বগুনের বিকাশ ইত্যাদি বিষয়ের উপর দিনব্যাপী দেশ বিদেশের বিশিষ্টজন সেশন পরিচালনা করেন।

এতে ঢাকা ও সিলেটের ১০০ জন শিক্ষার্থী এবং ২০ জন এক্সেস শিক্ষক অংশ নেন। কর্মসূচীতে বিভিন্ন কর্মশালার পাশাপাশি চা বাগান ফ্যাক্টরি পরিদর্শন এবং কমিউনিটি সার্ভিসেও শিক্ষার্থীরাও অংশ নেন।

আরসি-১৫