কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১২, ২০২২
০৪:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০৪:২১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে ৪২০ বোতল ভারতীয় মদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আসামীরা হলেন উপজেলার উত্তর রণিখাই ইউপির খাগলিবাসা গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইউনুস আলী (৪৫) ও মৃত আছির আলীর ছেলে এয়াকুব আলী (৩৪)।
শুক্রবার দুপুর দেড়টায় থানার এসআই অনীক বড়ুয়া, এসআই শফিকুল ইসলাম, এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্স উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউপির খাগালিবাসা হাওড় (রণিখাই) সাকিনে অভিযান পরিচালনা করে ৩৯৯ বোতল অফিসার চয়েজ মদ ও ২১ বোতল এমসি মদের বোতল উদ্ধার করে।
ঘটনার সততা নিশ্চিত করে এসআই অনীক বড়ুয়া জানান দীর্ষদিন এই চক্রটি ভারত থেকে মাদক এনে কোম্পানীগঞ্জে বিক্রয় করছে। দীর্ঘ দিন চেষ্টা করে শুক্রবার তাদেরকে মাদক সহ গ্রেপ্তার করেছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, কোম্পানীগঞ্জকে মাদক মুক্ত করতে এসপি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করছি। গত এক সাপ্তাহে কয়েকটি অভিযানে বিপুল পরিমানের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
আরসি-১৮