সিলেট মিরর ডেস্ক
মার্চ ১২, ২০২২
০৫:১৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০৫:১৯ পূর্বাহ্ন
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, মস্কোর বাহিনী ইউক্রেনের জীবাণু অস্ত্রের প্রমাণ মুছে ফেলার চেষ্টার প্রমাণ পেয়েছে। রাশিয়ার এমন অভিযোগের বিষয়ে আলোচনা করতে দেশটির অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাতে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেন, রাশিয়ার বাহিনী ‘অন্তত ৩০টি’ জীবাণু গবেষণা ল্যাবের একটি নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে। এটি কয়েকটি ‘মারাত্মক রোগ’কে আরো জোরদার করার লক্ষ্যে কাজ করছে।
নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে স্থাপনাগুলোতে ‘খুব বিপজ্জনক জৈব পরীক্ষা’ পরিচালিত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। আর জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকামিত্সু বলেছেন, তারা ইউক্রেনের কোনো জীবাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে অবগত নন।
ওয়াশিংটন ও কিয়েভ উভয়ই রাশিয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। নিরাপত্তা পরিষদের বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র পাল্টা অভিযোগ করে বলেছিল, মস্কো শিগগিরই ইউক্রেনে জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে। এ অভিযোগ তারই ইঙ্গিত দেয়।
সূত্র: এএফপি, বিবিসি
আরসি-০১