নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২২
০৭:৫৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
১১:১৫ অপরাহ্ন
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ থেকে শাইস্তা মিয়া (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে আহত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে ওই নেতার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাইস্তা মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিলেট শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পারাইরচক এলাকা থেকে মোটরসাইকেলের পাশে পড়েছিলেন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করেন এলাকাবাসি। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহর থেকে বেরহওয়ার ১০ মিনিট পর থেকে তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলেও রিসিভ হয়নি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে কোনো এক যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরসি-০৪