জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ১২, ২০২২
০৮:৫২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০৮:৫২ অপরাহ্ন
জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের রাজনৈতির মুল লক্ষ্য। বিগত সময়ে এলাকার উন্নয়নে আমি আন্তরিক ভাবে চেষ্টা করেছি। ভবিষ্যতে জৈন্তাপুর উপজেলার উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গুয়াবাড়ি অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে গভীর নলকৃপ খনন করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টা গুয়াবাড়ি খেলার মাঠে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামের শুকরিয়া সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য ইউপি সদস্য ফখরুল ইসলাম ৷
সভায় আরও বক্তব্য রাখেন- ইউপি সদস্য মাসুক আহমদ, মামনুর রশিদ, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া, শফিকুল ইসলাম, আব্দুল মালিক ও বদরুল ইসলাম, নুর উদ্দিন।
আর কে/বি এন-০৫