সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৩, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আগামি ২০ মার্চ হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাছে। তরুণদের নোবেল পুরস্কার’ খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’। ২০১০ সাল থেকে সুইডেনের হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এই পুরস্কারের আয়োজন করে আসছে।
সারা বিশ্বের হাজার হাজার তরুণ তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। প্রথমবারের মতো এবছর এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে।
গত ২৬শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পাস পর্যায়ের এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ২২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন।
এই কমিটিতে শিক্ষকদের মধ্য থেকে বিজনেস বিভাগের দুজন সহকারী অধ্যাপক মো. ইমরান উদ্দিন ও মোহাম্মদ আশরাফুজ্জামান ইয়াজদানী রাজু উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।
পরিচালনা কমিটিতে সহ-সভাপতি এবং ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছেন যথাক্রমে অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী ঐশী ধর পূজা এবং তাশফিয়া তাহরা। ২২ সদস্যের এই কার্যকরী কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। কমিটি ঘোষণার পর উপস্থিত শিক্ষকবৃন্দ নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা এট্রেপ্রেনিওরশিপ সম্পর্কে সম্পূর্ন ধারণা পাবে, যা ব্যাবসা, অর্থনীতি সহ সব বিভাগেরর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বছর মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি দল রিজিওনাল পর্যায়ে ব্যাংকক সামিটে অংশগ্রহণ করে।
২০ মার্চের প্রতিযোগীতার জন্য এখন দলীয় রেজিস্ট্রেশন এখন চলছে। ইতিমধ্যে একাধিক দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই পর্বের এই প্রতিযোগীতার বিজয়ী প্রথম তিনটি দল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নিবে। হাল্ট প্রাইজের চূড়ান্ত পর্বে যারা বিজয়ী হবে তারা জিতে নেবে ১ মিলিয়ন মার্কিন ডলার।
আরসি-০৭