কুলাউড়া প্রতিনিধি
মার্চ ১২, ২০২২
০১:১৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০১:২০ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামে সৈনিক শহীদ স্মৃতি প্রিমিয়ার লীগ (এসএসএমপিএল) ২য় সিজনের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মার্চ) শহীদ স্মৃতি পরিষদের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলায় লিডিং চেলেঞ্জারস সাতরাকে ৬ উইকেটে হারিয়ে বিজয় নিশ্চিত করে এমএসএম রাইডার্স সাতরা।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হারুনুর রসিদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংবাদিক কামাল হাসান, বিশিষ্ট ক্রীড়ানুরাগী গোলাম মওলা আহাদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল মনাফ, কোয়াবের সভাপতি মাসুদ হোসেন, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈনিক শহীদের স্ত্রী মোছাঃ শেলী বেগম।
এছাড়াও বক্তব্য দেন, শহীদ স্মৃতি পরিষদের জাহেদুল ইসলাম মাসুম, মানবকল্যান রক্তদান ফাউন্ডেশনের পরিচালক সেলিম আহমদ, আবুল হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান আপ্তাব, সিলেট ভয়েস প্রতিনিধি কামরান আহমদ, প্রিয় কুলাউড়ার একেএম জাবের, আরজে বেলাল, হুমায়ুন কবীর সাদী, মামুন আহমদ। সমাপনী খেলায় ধারাভাষ্য দেন মোজাম্মেল হক অপু।
সমাপনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লিডিং চ্যালেঞ্জারস সাতরা ৭টি উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। জবাবে ১৪৮ রানের লক্ষ তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে এমএসএম রাইডার্স সাতরা বিজয় নিশ্চিত করে।
আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলকে নগদ ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৭ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সিক্স অব দ্যা ডে তিনটি বিভাগের পুরষ্কার গ্রহণ করেন বিজয়ী দলের খেলোয়াড় শায়েখ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন বলেন, যে ছেলেটা রক্ত দিয়ে বিশ্ব আসনে বাংলাদেশের নাম লিখেছে সে আমাদের গৌরব সৈনিক শহীদ। সে বাস্তব জীবনে খুবই অমায়িক ও মানবিক একজন মানুষ ছিল।
তিনি আরোও বলেন, শীঘ্রই ব্রাহ্মণবাজারে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে। এতে অত্র ইউনিয়ন তথা কুলাউড়ার সকল খেলোয়াড়েরা অনুশীলনের সুযোগ পাবে। আমি আশাবাদী কুলাউড়া উপজেলার মধ্য থেকে আরও অনেক আইকন খেলোয়াড় তৈরি হয়ে বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা দর্শকদের পুরষ্কারসহ অতিথিদের ও টিম ম্যানেজারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে ২০০৬ সালের ২৫ আগষ্ট আইভেরিকোষ্টে সৈনিক শহীদ মোহাম্মদ আব্দুস শহিদ শাহাদাৎ বরণ করেন।
আরসি-১০