গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার সুস্থতা কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলির সন্ধান কামনা করা হয়।
আজ শনিবার (১২ মার্চ) দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে তাফসিলে হাফিজিয়ে মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার করা প্রয়োজন। কিন্তু এই স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। এটা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে। মানবিকতা, মনুষত্ব্যবোধ নেই বলে শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়ার সঙ্গে এই অন্যায় আচরণ করছে।
এসময় তিনি লেচু মিয়ার সুস্থতা কামনা করে বলেন, গোলাপপগঞ্জ -বিয়ানীবাজারের উন্নয়নে লেচুর মিয়ার অবদান অনেক। তিনি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
গোলাপঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিউর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, রনকেলী এলাকার আলবাব আহমদ চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মন্জুর আহমদ, মাদ্রাসার পরিচালক শিহাব আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, যুগ্ম আহবায়ক কামাল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান আহমদ, সমাজসেবক তমজিদ আলী, দলা মিয়া, জুনায়েদ আহমদ, ইছাক আলী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাদরাসার পরিচালক মাওলানা শিয়াব উদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইব্রাহিম রহমান নাফি।
এফএম/আরসি-১১