কুলাউড়া প্রতিনিধি
মার্চ ১২, ২০২২
০১:৫০ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২২
০১:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পূজা পরিষদের সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) কুলাউড়া পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে অজয় কুমার দাসকে সভাপতি ও নির্মাল্য মিত্র সুমনকে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের বিদায়ী সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নিকুঞ্জ ধর ভোলা।
সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক আশু রঞ্জন দাস ও জেলা কমিটির সদস্য সচিব মহিম দে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সদস্য অসিত দেব প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, কুলাউড়া টিএসএফ সম্পাদক সুজিত দে প্রমুখ।
আরসি-১২