শাহজালাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ১৩, ২০২২
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৩:০৫ পূর্বাহ্ন



শাহজালাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

চিকনাগুল শাহজালাল (রহ) ডিগ্রি কলেজ গভর্ণিং বডি অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত৷ 

শনিবার (১২ মার্চ) দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিষ্টার পর হতে আজ প্রথম গভনিং বডির নির্বাচন অনুষ্টিত হয়।

সকাল ১০টা ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মোট ৬৮৪ টি ভোটের মধ্যে  ১৫৫ টি ভোট কাস্টিং হয় ৷ তার মধ্যে ৩০টি ভোট বাতিল হয়৷  অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনে ৮জন প্রার্থী অংশ নেন ৷ তার মধ্যে আবুল হাসান চৌধুরী ৯০ ভোট ১ম, মো. বাদশাহ মিয়া ৫৬ ভোট রফিক আহমদ ৫৬ ভোট পেয়ে আভিভাবক সদস্য নির্বাচিত হন ৷ 

নির্বাচন প্রিজাইডিং অফিসার লিয়াকত আলী বলেন, অভিভাবক সদস্য পদের নির্বাচনটি শান্তপূর্ণ ভাবে সম্পন্ন হয়ছে ৷ ভোটাররা তাদের রায়ের মাধ্যমে আগামী দুই বৎসরেে জন্য তাদের অভিভাবক সদস্য নির্বাচন করেছে ৷ 

দিনব্যাপী নির্বাচনটি পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, শাহজালাল (রহ) ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।

আরসি-১৩