কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০৩:১২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে এনজিওর কর্মী সেজে ডাকাতি ও অস্ত্র মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বটেরতল হাওড় থেকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রাজীব রায় সঙ্গীয় ফোর্সসহ এনজিও কর্মী সেজে ডাকাতি মামলায় ১০ বছর ও অস্ত্র মামলায় ১০ বছর করে ২০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী হাবিবুর রহমান ওরফে গেদা (৪২) কে গ্রেফতার করে।
সে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির বটেরতল গ্রামের রইছ আলীর পুত্র।
ঘটনার সততা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান ওরফে গেদাকে গ্রেপ্তার করতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করছে দীর্ঘদিন ধরে। আজকে এনজিও কর্মী সেজে তাকে আটক করা হয়েছে।
কেএ/আরসি-১৫