দোয়ারাবাজার প্রতিনিধি
মার্চ ১৩, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে শহরের কাজির পয়েন্টে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চান মিয়াকে সভাপতি ও জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট শাহ আলম তুলিপকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ফয়েজুর রহমান মাস্টার, অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজর আলী। নবনির্বাচিত কমিটিকে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
আরসি-০৪