সিলেটের পতিত জমি ব্যবহারে ২০০ কোটি টাকার প্রকল্প

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২২
০৩:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৩:৪৭ অপরাহ্ন



সিলেটের পতিত জমি ব্যবহারে ২০০ কোটি টাকার প্রকল্প

সিলেট অঞ্চলের বিপুল পরিমাণ অনাবাদি জমিতে ব্যাপক কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

এটি বাস্তবায়িত হলে পতিত জমির ব্যবহারের ফলে ফসল উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি প্রবাসীদের ফেলে রাখা জমিগুলো ব্যবহার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগের চার জেলায় বছরজুড়ে হাজার হাজার হেক্টর জমি পতিত অবস্থায় পড়ে থাকে। যার পরিমাণ চার লাখ ৬১ হাজার হেক্টরেরও বেশি। এ অঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ ১২ লাখ সাড়ে ২৪ হাজার হেক্টর।

বিপুল পরিমাণ অনাবাদি এই জমিতে ব্যাপক কৃষি সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ২০০ কোটি ৫৪ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচারক কৃষিবিদ মো. কাজি মজিবুর রহমান বলেন, আবাদি জমিকে আকাদের আওতায় আনার জন্য তাতে চাষ করতে হবে।

প্রবাসীদের বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে থাকে। কারণ বেহাত হওয়ার ভয় বলে জানান যুনক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ফকু চৌধুরী।

তবে, বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জানালেন, এই প্রকল্পের আওতায় প্রবাসীদের জমি সুরক্ষার ব্যবস্থা থাকবে।

ইতোমধ্যে একনেকের সভায় প্রকল্পটি পাশ হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরসি-১৫