মালদোভার শরণার্থীদের পাশে জার্মানি-ইইউ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২২
০৪:৫৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৪:৫৯ অপরাহ্ন



মালদোভার শরণার্থীদের পাশে জার্মানি-ইইউ

অর্থনীতিতে ইউরোপের সবচেয়ে দুর্বল রাষ্ট্র মলদোভাতে ইউক্রেনের কয়েক লাখ শরণার্থীদের আশ্রয় দেওয়ায় এবার আর্থিকসহ নানা সাহায্যের মাধ্যমে দেশটির পাশে দাঁড়িয়েছে জার্মানি ও ইইউ।
মলদোভাকে সহযোগিতা দানের বিষয়টি নিশ্চিত করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।  
যুদ্ধে সর্বহারা ইউক্রেনিয়ানরা প্রাণ বাঁচাতে নিজ দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন আশপাশের প্রতিবেশী দেশগুলোতে। ইতোমধ্যে পোল্যান্ড, স্লোভেনিয়া, রোমানিয়া, লিথুনিয়া, জার্মানি ছাড়াও পরিবার-পরিজন নিয়ে সাধারণ ইউক্রেনিয়ানরা নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন অর্থনীতিতে ইউরোপের সবচেয়ে গরিব দেশ মলদোভাতেও। এখন পর্যন্ত কমপক্ষে তিন লাখ শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকু পপেসকু।

দেশটির সামর্থ্যের সঙ্গে সঙ্গে ইউক্রেনের শরণার্থীদের সুযোগ-সুবিধা দেওয়া ও সুষ্ঠু ব্যবস্থাপনার কথা ভেবে প্রাথমিকভাবে ৮০ লাখ ইউরো অর্থ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে মলদোভার পাশে থাকার অঙ্গীকার করেছে জার্মানি।
শনিবার মলদোভার রাজধানী কিসিনাউতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘মলদোভার আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে এবং ইউক্রেনের শরণার্থীদের চাপ সামলাতে দেশটিকে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। তবে শরণার্থীদের চাপ কমাতে রোমানিয়া হয়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য যাতে করিডর সৃষ্টি করা যায় সে বিষয়টি নিয়েও আমরা ভাবছি।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী শরণার্থীদের আবাসস্থল পরিদর্শনের পর দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরসি-১৬