সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৩, ২০২২
০৫:১১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২২
০৫:১১ অপরাহ্ন
কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কম্পানি এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এসএনসিসি ট্রেন অপারেটরের অবকাঠামো বিষয়ক পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে ঠেকেছে। পুরুষ, নারী ও শিশুসহ ৫২ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কঙ্গোর স্থানীয় গণমাধ্যম সেখানকার প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকা'কে উদ্ধৃত করে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছে।
ম্যায়োঙ্গা বলেছেন, মালবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েকশ যাত্রী ছিল। ওই যাত্রীরা 'গোপনে' ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।
তিনি আরও বলেছেন, কয়েকজনের মরদেহ এখনো বগির ভেতরে আটকে আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে ১৫টি বগি রয়েছে। তার মধ্যে ১২টি খালি ছিল। লুয়েন থেকে আসছিল ট্রেনটি। সোমবারের মধ্যে রেললাইনটি ঠিক করার ব্যাপারে কাজ চলছে।
তবে দুর্ঘটনার কারণ এখনো অজানা। যদিও সে দেশে এ ধরনের দুর্ঘটনা বিরল নয়। কঙ্গোর জনগণ দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য পণ্যবাহী ট্রেন হরহামেশা ব্যবহার করে।
আরসি-১৭