দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শাবিপ্রবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ১৩, ২০২২
১০:২৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
১০:২৭ অপরাহ্ন



দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শাবিপ্রবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রবিবার(১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহ্বায়ক রাজু শেখ এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মো. তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটি সদস্য সামিউল এহসান শাফিন প্রমুখ। 

বক্তারা বলেন, 'স্বাধীনতার ৫১ বছর পরেও অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। একদিকে উন্নয়নের ফাঁকা বুলি শুনিয়ে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে, অন্যদিকে আমরা দেখছি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। টিসিবির ট্রাকের পেছনে দিশেহারা মানুষের ছুটাছুটি।

তারা বলেন, প্রতিনিয়তই আমরা দেখছি টিসিবির ট্রাকগুলোর সামনে হাজার হাজার মানুষের ভোগান্তির চিত্র। জীবনের মায়া ত্যাগ করে চলন্ত ট্রাকের পেছনে দৌড়ানো ছাড়া যেন তাদের আর কোন পথ নেই। এমনকি একটা পণ্যের ব্যাগের জন্য চলন্ত ট্রাকের পেছনে ঝুলে থাকা মানুষের দৃশ্য আমাদের জীবনের একটি নিত্তনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরে অনেকে। 

এই সংকট মোকাবেলায়- সারাদেশে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দরিদ্র-নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য রেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং টিসিবির মাধ্যমে জনগণের চাহিদার সাথে খাপ খাওয়ানোর মতো পণ্য সরবরাহ ও প্রত্যেক ইউনিয়নে টিসিবির ট্রাক পৌছে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

এইচ এন/বি এন-১১