গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০২:২০ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ ও যুগ্ম সম্পাদক শাহজান আহমদ টিপুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।
প্রধান বক্তার বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী দুলাল বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন । জাতির পিতার হাতে গড়া এই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। তাই সব অপশক্তিকে মোকাবেলা করতে আওয়ামী লীগের ঐক্য অটুট রেখে তৃণমূলকে সংগঠিত করতে হবে । তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, কার্যকরি সদস্য তমিজ উদ্দিন, শফি আহমদ চৌধুরী, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফ আহমদ মজনু, প্রচার সম্পাদক ছাদেকুর রহমান চৌধুরী, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়াকিল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়াইদ আলী, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ইকবাল আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান আগামী ৩১ মে এর ভিতরে সব ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেন এবং মার্চের ভিতরে সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে খুব দ্রুত ওয়ার্ড সম্মলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য রুহেল আহমদ রিপন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শমশির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, জাবেদ আহমদ প্রমুখ।
এফএম/আরসি-২২