ইরাকে ক্ষেপণাস্ত্র হামলার দায় নিল ইরান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন



ইরাকে ক্ষেপণাস্ত্র হামলার দায় নিল ইরান

ইরাকের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার দায় নিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ইসরায়েলের কৌশলগত কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, ‘ইসরায়েলের হামলার পুনরাবৃত্তি হলে কঠোর, নিষ্পত্তিমূলক ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে।’

ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত ইরবিল প্রদেশে রোববার একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

কুর্দিশ আঞ্চলিক সরকার বলছে, আমেরিকান কনস্যুলেটসহ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়। এতে নানা স্থাপনার ক্ষতি হলেও প্রাণহানি ঘটেনি। আহত হয়েছেন বেসামরিক এক ব্যক্তি।

ইরবিলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা। তিনি নিশ্চিত করেছেন ক্ষেপণাস্ত্রগুলো ইরানে তৈরি।

ইরাক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় অবস্থান করা আমেরিকান সেনাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে আসছে ইরানপন্থি শিয়া যোদ্ধারা। বিমান হামলায় পাল্টা জবাবও দেয় ওয়াশিংটন।

আরসি-০৪