জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০৯:৩৩ অপরাহ্ন
জৈন্তাপুরে ৪নং বাংলাবাজার ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের সমাপ্তি হয়েছে।
রবিবার (১৩ মার্চ) রাত ৯টায় বাংলাবাজার ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
খেলায় ৪নং বাংলাবাজার ম্যানসিটি ক্লাব ও সোনার বাংলা আসামপাড়া চব্বিশ পরগনা একাদশ অংশ গ্রহণ করে। খেলায় ২-০ গোলে আসামপাড়া চব্বিশ পরগনা একাদশ ৪নং বাংলাবাজার ম্যানসিটি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধথান অতিথির বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ সভাপতি সেলিম আহমদ, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, আব্দুল করিম রাশেল, নুর উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল আহাদ, শফিকুর রহমান, ইউপি সদস্য আব্দুস সালাম, আব্দুল কাদির। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আর কে/বি এন-০৮