গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৫, ২০২২
০৬:৪২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২২
০৬:৪২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ মার্চ) ইমা সুপার মার্কেটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিনই গণনা শেষে রাত ৯টায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আনারস প্রতীকে ৭৬১ ভোট পেয়ে আলেকুজ্জামান আলেক সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতিকে সালেহ আহমদ পান ৫২১ ভোট।
সম্পাদক পদে কাপ পিরিচ প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল আহাদ। তার নিকটতম মাহমুদ আলী ৫১২, আব্দুল খালেক ৭১ টি, ইউনুস চৌধুরী ৫৩ টি ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বিলাল আহমদ সহ-সম্পাদক পদে ছালেক আহমদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন। এছাড়াও ৪টি ওয়ার্ডে মোট ১২ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
এফ এম/বি এন-০১