শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে একাডেমিক রাইটিং শীর্ষক কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ১৫, ২০২২
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২২
০৬:৪৪ অপরাহ্ন



শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে একাডেমিক রাইটিং শীর্ষক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য একাডেমিক রাইটিং এর উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ডি এর ১০০৬ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির 'ম্যাক্স প্ল্যাংক ইন্সটিটিউট ফর সোশ্যাল এন্থ্রপলজির এন্থ্রপলজি অফ পলিটিক্স এন্ড গভর্নেন্স' বিভাগের পোস্ট ডক্টরেট রিসার্চ ফেলো ড. মাশা স্লোজ।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আ ফ ম জাকারিয়া বলেন, একাডেমিক রাইটিং নিয়ে আজকের আয়োজন খুবই অংশগ্রহণমুলক ও প্রাণবন্ত ছিল। সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক লেখালেখি নিয়ে এমন  আগ্রহ অনেক আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা চাইলে এরকম আরো আয়োজন নিয়মিতভাবেই আমরা করব।

এ বিষয়ে স্নাতকোত্তর এর শিক্ষার্থী ইফরান ভুইঁয়া বলেন, আজকের প্রোগ্রামটি ছিল খুবই ফলপ্রসু।এতে দুটি সেশন ছিল। প্রথমটি ছিল কীভাবে  বিভিন্ন নৃবৈজ্ঞানিক জার্নালে লেখা প্রকাশ করা যায় আর দ্বিতীয় সেশনটি ছিল ইউরোপে পি এইচ ডি করার সকল বিষয়। জার্নালে কিভাবে লেখা জমা দিলে তা প্রকাশিত হয়, কি কারণে লেখা বাতিল হয়, কি কি মৌলিক বিষয় নৃবৈজ্ঞানিক পেপার প্রকাশ করার সময় মনে রাখতে হয় ইত্যাদি বিষয় যা শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ের জন্যই ফলপ্রসু। আর যারা বিশেষ করে ইউরোপে পি এইচ ডি করতে যাবে তাদের জন্য আজকের প্রোগ্রামটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম আমাদের একাডেমিক কাজে অনেক উপকারে আসবে।

এইচ এন/বি এন-০২