কোম্পানীগঞ্জে ক্বাওমী ঐক‍্য পরিষদের পরীক্ষা পরিদর্শনে ইমাম সমিতির নেতৃবৃন্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৫, ২০২২
০৬:৪৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২২
০৬:৪৯ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ক্বাওমী ঐক‍্য পরিষদের পরীক্ষা পরিদর্শনে ইমাম সমিতির নেতৃবৃন্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ক্বাওমী মাদরাসা সমুহের ঐতিহ্যবাহী সংগঠন ও আঞ্চলিক মাদরাসা শিক্ষা বোর্ড কোম্পানীগঞ্জ ক্বাওমী মাদরাসা ঐক‍্য পরিষদ 

১৬ তম বৃত্তি পরীক্ষার ২য় পর্বের কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ। 

গতকাল সোমবার সকালে ক্বাওমী ঐক পরিষদের বৃত্তি পরীক্ষার ৩য় দিনে জামিয়া রাহমানিয়া মাদরাসা ও আল-বারাকা মুহাম্মদীয়া মাদরাসা গৌরিনগর কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ 

উপজেলা শাখার সহ সভাপতি হা. মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক  মাওলানা মুশতাক আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নূর উদদীন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ সহ নেতৃবৃন্দ। 

এ সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন জামেয়া রাহমানিয়ার মাদরাসার প্রিন্সিপাল মুফতি হাসান আল-হেলাল, ক্বাওমী মাদরাসা ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস‍্য ও কেন্দ্রের নাযিম মাওলানা মাহবুবুর রহমান, জামিয়া রাহমানিয়ার নাযিমে তালিমাত মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা বিলাল আহমদ ইমরান সহ অন‍্যান‍্য পরীক্ষকগণ। ইমাম সমিতির নেতৃবৃন্দ পরীক্ষা কেন্দ্রের সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

আল-ফয়েজ ফাউনেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম‍্যান ও সৌদি প্রবাসী হযরত মাওলানা হা. ফয়জুর রহমান, গৌরিনগর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুদ্দাস্সির আহমদ, কলাবাড়ী মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা আব্দুল মন্নান, গৌরনগর মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা ফারুক আহমদ, মাওলানা সুহেল আহমদ, উপজেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ,

উপজেলা ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা আবুল হোসেন সহ  দ. রনিখাই ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল বৃন্দ।

পরিশেষে কুশল বিনিময় করে ইমাম সমিতির নেতৃবৃন্দ  উপজেলা ইমাম সমিতির মুহতারাম সভাপতি মুফতি সিকন্দর আলী সাহেবের কাছে থানা সদর কার্যালয়ে পরীক্ষা সার্বিক ব্যবস্থা তুলে ধরেন।

কে এ/বি এন-০৪