কুলাউড়া প্রতিনিধি
মার্চ ১৫, ২০২২
০৮:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২২
০৮:৫৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে কুলাউড়া শহরের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে কুলাউড়ার শিক্ষাঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
পরে সকাল ১০টায় নিজ কর্মস্থল কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের লাশ বড়লেখা উপজেলার রাঙাউটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ২টায় ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, শিক্ষক আব্দুর রাজ্জাক গত ২০১৪ সালে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় যোগদান করেন।
জে এইচ/বি এন-০৫