জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২২
০৯:০৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২২
১০:০৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে উপজেলার চিকনাগুল ইউপির ঠাকুরের মাটি এলাকায় অভিযান পরিচালনা করে সাজা ও পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন উপজেলার ঠাকুরের মাটি গ্রামের মাহমুদ আলীর ছেলে জামাল (৩৮), এবং মৃত মওদুদ আলীর ছেলে মাহমুদ আলী (৬০)। তারা জৈন্তাপুর মডেল থানার জিআর মামলা নং ৬ এর সাজা ও পরোয়ানা ভূক্ত আসামী। মাহমুদ আলী ১৮ মাসের সাজা ও এবং জামাল ৬ মাসের সাজাভূক্ত ছিল।
জৈন্তাপুর মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, আটকের কথা স্বীকার করে জানান আটক দুজন পিতা পুত্র ও সাজাভূক্ত আসামী। তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আর কে/বি এন-০৯