সিলেট প্রেসক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২২
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০১:১০ পূর্বাহ্ন



সিলেট প্রেসক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, ‘শিশুদের মানসিক বিকাশে সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রেখেই আমাদের আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলা সম্ভব। শিশুদের মনোজগতকে পরিশুদ্ধ করতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।’ 

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রতিযোগিতার মূখ্য বিচারক সিলেট জেলার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী। এ ছাড়াও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ মুজিবুর রহমান জকন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, ক্লাব সদস্য আব্দুল বাতিন ফয়সল, মো. মুহিবুর রহমান, খালেদ আহমদ, সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য মাধব কর্মকার, ক্লাব সদস্য আবুল কালাম কাওছার, অনিল কুমার পাল প্রমুখ।     

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট বেতারের কণ্ঠশিল্পী সমরেন্দ্র বিশ্বাস সমর এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট বেতারের কণ্ঠশিল্পী এম আহমদ আলী।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য সজল ছত্রী ও গোলজার আহমদ। প্রতিযোগিতা পর্ব পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য বেলাল আহমেদ। প্রতিযোগিতা শেষে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন প্রতিযোগিতার বিচারক সজল ছত্রী এবং অভিবাবক ইশরাক জাহান জেলি।

সংগীত প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রুপে প্রথম হয়েছে মায়মুনা রহমান ফাবিহা, দ্বিতীয় আহমেদ ফাইয়াজ ঋদ্ধ ও তৃতীয় অর্পণ রুদ্র পাল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রুপ থেকে তাপাদার জান্নাতুল জাহরা (মেহরিন) বিজয়ী হয়েছে। আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রুপ থেকে অর্শি রুদ্র পাল প্রথম ও তাসফিয়া তাসনিম ঊষা দ্বিতীয় হয়েছে। 

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শহীদ সালাম গ্রুপে আহমেদ ফাইয়াজ ঋদ্ধ প্রথম, মায়মুনা রহমান ফাবিহা দ্বিতীয় ও তাহসিন ইসলাম ফাহী ও অর্পন রুদ্র পাল যৌথভাবে তৃতীয় হয়েছে। শহীদ জব্বার গ্রুপে প্রথম হয়েছে মেঘদীপা আহমাদ, দ্বিতীয় হয়েছে তাপাদার জান্নাতুল জাহরা (মেহরিন) ও শেখ মালিহা মারিয়াম তৃতীয় হয়েছে। শহীদ বরকত গ্রুপে অর্শি রুদ্র পাল প্রথম ও তাসফিয়া তাসনিম ঊষা দ্বিতীয় হয়েছে।

আরসি-০২