ন্যাটো রাশিয়ায় বশীভূত, বললেন জেলেনস্কি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৫, ২০২২
১০:৪২ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০৩:৪৮ অপরাহ্ন



ন্যাটো রাশিয়ায় বশীভূত, বললেন জেলেনস্কি

রুশ বিমান হামলা ঠেকাতে রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করতে ন্যাটোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ন্যাটো। তাদের অস্বীকৃতিতে হতাশা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোকে বশ করেছে রাশিয়া।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভিডিও কলে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, “ন্যাটো ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট’। তবে এই জোটের কিছু সদস্য রাশিয়ার প্রতি মুগ্ধ।”

তিনি বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা অনেক কথা শুনছি। বলা হচ্ছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে ন্যাটো ইউক্রেনে নো-ফ্লাই জোন চালু করলে এই যুদ্ধ শুরু হবে। আমরা বার বার আহ্বান জানানোর পরও এটি চালু হয়নি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ন্যাটোর এই সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলোতে বোমাবর্ষণ করতে এবং হাসপাতাল ও স্কুল উড়িয়ে দেয়ার অনুমতি দিয়েছে।’

এদিকে সকাল থেকেই কিয়েভের পশ্চিমের আবাসিক এলাকায় রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। এতে চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া।

আরসি-১২