সিকৃবিতে নবীনবরণে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া

সিকৃবি সংবাদদাতা


মার্চ ১৬, ২০২২
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০৬:০৮ পূর্বাহ্ন



সিকৃবিতে নবীনবরণে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া

নবীনবরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠান শেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই পক্ষ নিজ বলয়ে নবীন শিক্ষার্থীদের ভেড়ানোর চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শাহপরান থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকে সমাবর্তন মাঠ থেকে সরিয়ে দেয়।

এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রায় তিন মাস ধরে কমিটিহীন। তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী কারও বক্তব্য পাওয়া যায়নি। গত বছরের ২০ নভেম্বর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।  

বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলে জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ। তিনি বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে একটা ঝামেলা হয়েছে শুনেছি। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা আর জানতে পারিনি। তাছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত।

আরসি-০৩