১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের কর্মসূচি

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৬, ২০২২
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০৭:০৫ অপরাহ্ন



১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের কর্মসূচি

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসে কর্মসূচি ঘোষণা করছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বাদ জোহর গোলাপগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৭ মার্চে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিতে আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠন ও আওয়ামী লীগের সকল স্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন‍্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ অনুরোধ জানিয়েছেন । 

এফ এম/বি এন-০১