জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের কল্যাণে কাজ করতে হবে

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ১৬, ২০২২
০৮:২৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০৮:২৮ অপরাহ্ন



জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের কল্যাণে কাজ করতে হবে

জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছেন৷ তাদের প্রত্যাশা পুরনে সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে৷ আলোকিত সমাজ ও সমৃদ্ধশালী নিজপাট ইউনিয়ন বিনির্মানে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন সবাইকে এগিয়ে আসতে হবে।  

বুধবার (১৬ মার্চ)  সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির নব নির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নব নির্বাচিত ইউপি সদস্যা রেহেনা বেগম, খালিদা বেগম, কাজলী রানী বিশ্বাস, ইউপি সদস্য মনছুর আহমদ, ফখরুল ইসলাম, হুমায়ুন কবির খান, মাসুক আহমদ, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া ও শফিকুল হক কে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্সকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম৷ 

শপথ গ্রহন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, নিজপাট ইউপির চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, উপজেলা নির্বাচন কর্মবর্তা আবুল হাসনাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম। 

আর কে/বি এন-০৫