জাতীয় শিশু দিবসে শাবিপ্রবিতে বর্ণীল আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০২:৫৩ পূর্বাহ্ন



জাতীয় শিশু দিবসে শাবিপ্রবিতে বর্ণীল আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

আজ বুধবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাবিপ্রবি।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোলচত্বরে বঙ্গবন্ধুর ভাষণ ও  দেশাত্মবোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশনের সাথে হাতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা, সকাল ১১ টায় মুক্তমঞ্চে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান, বাদে জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যায়  ইউনিভার্সিটি সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এইচএন/আরসি-১১