বাল্য বিবাহ প্রতিরোধে স্কাউট সদস্যদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

গোয়াইনঘাট প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন



বাল্য বিবাহ প্রতিরোধে স্কাউট সদস্যদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ইউজিডিপি ও জাইকার অর্থায়নে গোয়াইনঘাট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কাউট সদস্যদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিম উল্ল্যাহ, বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ারদী হোসেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।

এমএম/আরসি-১২