গোলাপগঞ্জে নবনির্বাচিত লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদকে সংবর্ধনা

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নবনির্বাচিত লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদকে সংবর্ধনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সরকার ও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ইউনিয়ন পরিষদ যোগাযোগের সেতুবন্ধন হিসাবে কাজ করে। 

গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কার্যকরী ভূমিকা রাখে ইউনিয়ন পরিষদ। গ্রামীণ কাঠামো উন্নয়নসহ সকল আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নির্বাচিত জনপ্রতিধিনিরা। তাই সমাজের উন্নয়ন ও মানুষের সেবায় তাদেরকে সচেষ্ঠ থাকতে হবে।

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জালালিয়া মেহনতী উন্নয়ন পরিষদ আয়োজিত উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সায়েদ আহমদ।

ছাত্রনেতা বদরুল ইসলাম দূর্জয়ের পরিচালনায় সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য দেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, আওয়ামী লীগ নেতা আরিফ আহমদ মজনু, ইউপি সদস্য আব্দুল মালিক, রেদোয়ান উদ্দিন, পিয়ারা বেগম, দিবা রানী দাস, ছাত্রনেতা আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

এফএম/আরসি-১৩