ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২
০২:৩০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০২:৩০ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন, প্রবাসীরা সত্যিকার মানবিক, কল্যাণকর কাজ করে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছেন। তাদের মহতি মানবিক কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের মতো যদি বিওশালীরা সমাজসেবা মুলক কাজে এগিয়ে আসতেন তাহলে সমাজে দরিদ্র ও অবহেলীত মানুষ কমে যেতো।
আজ বুধবার (১৬ মার্চ) সিলেট মিডিয়া করপোরেশন এবং ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রূপের যৌথ উদ্যাগে দুস্থ অসহায় পরিবারকে ঘরের চাবি হস্তান্তর ও সম্বংর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য কথা গুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন, সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কাসিম আলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, সম্বোর্ধিত অতিথি সিলেট মিডিয়া করপোরেশনের ভাইস চেয়ারম্যান দারা মিয়া, পরিচালক প্রচার আমির শাহ, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা গোলাম মোস্তফা ফটিক, উপদেষ্টা এস আই আপ্তাব, উপদেষ্টা শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসরাম বাবুল।
হাফিজ লুৎফুর রহমানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরুতেই বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের বাংলাদেশের সম্বনয়ক সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের উপদেষ্টা আব্দুস সামাদ, সদস্য ফয়েজ আহমদ।
প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর গ্রামের দরিদ্র এখলাছুর রহমানকে সেমি পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ নিয়ে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ফেঞ্জুগঞ্জের ৬ টি পরিবারকে ঘর নির্মান করে দিয়েছে।
উল্লেখ্য, এই সংগঠনটি তাদের যাত্রা থেকে একের পর এক মানব সেবা মুলক কাজ করে যাচ্ছে, যা উপজেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরসি-১৬