সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২২
০৩:০৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০৩:০৭ পূর্বাহ্ন
জাপানের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মেইল অনলাইন ও ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টায় জাপানের উত্তরাঞ্চলের সমুদ্রোপকূলে আঘাত হেনেছে ভূকম্পটি।
আবহাওয়াবিদরা বলছেন, ফুকুশিমা অঞ্চলের কাছের সাগরে তারা কম্পন অনুভব করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ২০ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার মধ্যে টোকিওতেই কয়েক লাখ বসতি রয়েছে।
এর আগে ২০১১ সালের মার্চে একই অঞ্চলে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখন সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল।
আরসি-১৮