দি এশিয়া ফাউন্ডেশনের ৫ হাজার ৫০০ বই বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৭, ২০২২
০৫:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০৫:২৭ পূর্বাহ্ন



দি এশিয়া ফাউন্ডেশনের ৫ হাজার ৫০০ বই বিতরণ

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, পূবালী ব্যাংক লিমিটেডের সহায়তায়  সিলেট জেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫৬ লক্ষ টাকা মূল্যমানের ৫ হাজার ৫০০টি বই বিনামূল্যে বিতরণ করেছে। 

গতকাল বুধবার  সকাল ১০টায় সিলেটের হোটেল গার্ডেন ইন-এ এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. মোসলেম উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খান,  ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ারস এর নির্বাহী পরিচালক নাজমুল হক।

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হামিদুল হকের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র ও বক্তব্য প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার শুক্লা দে। এ সময় মতবিনিময় সভায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাঁদের মতামত ব্যক্ত করেন।  

উল্লেখ্য, ১৯৫৪ সাল থেকে দি এশিয়া ফাউন্ডেশন বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণের মাধ্যমে দেশে শিক্ষা বিস্তার ও সাক্ষরতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিশ্বব্যাপী আন্দোলনে একাত্ম প্রকাশ করে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

আরসি-০১