আজীবন সম্মাননার জন্য রাশিয়াকে ধন্যবাদ: হিলারি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৭, ২০২২
০৬:৩১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০৬:৩১ পূর্বাহ্ন



আজীবন সম্মাননার জন্য রাশিয়াকে ধন্যবাদ: হিলারি

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন না হয়ে হাস্যরস করেছেন জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হিলারি ক্লিনটনসহ মোট ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, যেসব মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, রাশিয়ায় তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

রুশ নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিনিদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনও রয়েছেন।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা এ নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া।

এ নিয়ে হাস্যরস করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, ‘আমাদের কারোরই রাশিয়ায় ভ্রমণে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের কারো ব্যাংক অ্যাকাউন্টও সেখানে নেই।’

এ নিয়ে হেসেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। তিনি এক টুইটে বলেন, ‘আমি রুশ একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজীবন সম্মাননা দেওয়ার জন্য।’

আরসি-০৬