সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২২
০৫:৩১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০৫:৩১ অপরাহ্ন
যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিরা।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, সিলেট সিটি করপোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবদুস সোবাহান, শিক্ষা-সংস্কৃতি-পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরসি-১৩