গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২
০৫:৫২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০৬:৪৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের সাবেক সংসদ সদস্য, ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়ার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুখ প্রকাশ করেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ড. সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া একজন নিবেদিতপ্রাণ জননেতা ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষা ও সমাজ কল্যাণমূলক অনেক ভালো কাজ করেছেন। যা তার স্মৃতিকে অমর করে রাখবে। তার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আরসি-১৬