কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

কুলাউড়া প্রতিনিধি


মার্চ ১৭, ২০২২
০৮:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২২
০৮:২৮ পূর্বাহ্ন



কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃ

হস্পতিবার (১৭ মার্চ) সকালে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মবর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম দস্তগির, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়,শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশারসহ প্রশাসন ও আওয়ামী লীগসহ ও বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

জে এইচ/বি এন-০৬