কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২২
১০:১৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
১০:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাফিজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে ভাদাইর দেউল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিজ উত্তর ভাদাইরদেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন রাফিজ। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার সদস্যদের তথ্যমতে রাফিজ মিয়া মানসিক প্রতিবন্ধী।
এস ডি/বি এন-১০