শাবিপ্রবির স্বপ্নোত্থানের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ১৮, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন



শাবিপ্রবির স্বপ্নোত্থানের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সিলেটের মালনীছড়া চা-বাগানের রাগীব রাবেয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে ‘ফুলের তরে স্বপ্নযাত্রা’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্কুলের শিশুদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। এতে নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে শিশুদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করা হয়। পরিশেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, ‘স্বপ্নোত্থান প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শিশুদের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি সমাজের সকল মানুষই সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে সারা বছরই নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবেন’।

প্রসঙ্গত, ‘দীপ শিখা হাতে স্বপ্নের পথে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০০৭ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান। সে সময় থেকে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে স্বপ্নোত্থান। অর্থাভাবে বেড়ে ওঠা পরিবারহীন শিশুটিকে জীবনের সঠিক রাস্তা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ সংগঠনটি।

এইচএন/আরসি-২৩