বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নৃবিজ্ঞান বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ১৮, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নৃবিজ্ঞান বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিষয়ক তথ্যচিত্র’ প্রদর্শন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের  ডি বিল্ডিংয়ে ১০৬ নম্বর রুমে এ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক বিভিন্ন ঘটনা প্রবাহ ফুটিয়ে তুলা হয়। 

অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, নৃবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ প্রভাষক নাভিলা কাওসার, প্রভাষক সুবর্ণা নন্দী মজুমদার, নৃবিজ্ঞান সমিতির ভিপি মোস্তফা জালাল মহিউদ্দিন রাজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিফাতসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইচএন/আরসি-২৫